শেরপুরে কলেজ মাঠে গরুর হাট ! অধ্যক্ষের অভিযোগ
শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজ মাঠে স্থানীয় ইজারাদার মিনহাজ উদ্দিন মিনালের বিরুদ্ধে অবৈধ ভাবে জোড় পূর্বক গরুর হাট বসানোর অভিযোগ উঠেছে। এবিষয়ে ২৬ জুন সোমবার সকালে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেদৌস এর কাছে লিখিত অভিযোগ দিয়েছে ওই কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম।
অভিযোগে বলা হয়, সদর উপজেলার কুসুমহাটি গরুর বাজারটি গত ২৫ জুন রোববার থেকে কলেজ কমিটিকে কোন রকম অবগত না করে হাটের ইজারাদার মিনহাজ উদ্দিন মিনাল স্থানীয় প্রভাব খাটিয়ে জোড় পূর্বক পাশ্ববর্তি জমসেদ আলী মোমোরিয়াল ডিগ্রি কলেজ মাঠে গরুর হাট স্থানান্তরিত করা হয়। এ বিষয়ে ওই কলেজের অধ্যক্ষ প্রতিবাদ করলেও কোন কাজ হয়নি। পরবর্তিতে আজ ২৬ জুন সোমবার সকালে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয়া হয়।
গরুর হাটের ইজারাদার মিনহাজ উদ্দিন মিনাল কালেজ মাঠে গরুর হাট বসানোর কথা অস্বীকার করলেও এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস কলেজ মাঠে হাট বসানোর বিষয়ে বলেন, অভিযোগ পেয়েছি, বর্তমানে ঈদের বাজার তাই এই মুহূর্তে গরুর হাট স্থানান্তরিত করার সুযোগ নেই। ঈদের পর নির্ধারিত হাটের পরিধি বৃদ্ধি করা হবে।