শেরপুরে ইউসিবি ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার
সোম, 10.07.2023 - 05:48 PM
Share icon
Image

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ জুলাই) দুপুরে উপজেলার ঐতিহাসিক কাটাখালী সেতুর পাশে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি ইউএনও ফারুক আল মাসুদ।

উদ্যোক্তরা জানান, ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ঝিনাইগাতী উপজেলার ১০টি স্থানে বিভিন্ন প্রজাতির ১ হাজার গাছের চারা রোপণ করবেন তারা।

Image

সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা বেড়ে যাওয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এ বছর সারাদেশে তালগাছ লাগানোর উদ্যোগ নিয়েছে। কারণ উচ্চতা ও গঠনগত দিক থেকে তাল গাছ বজ্রপাত নিরোধে সহায়ক। এসব কারণে ইউসিবি তালগাছ রোপণের উপর বিশেষ গুরুত্বারোপ করেছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো.আশরাফুল কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র শেরপুর শাখার ম্যানেজার পার্থ সারথী ঘোষ, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মো.মোজাম্মেল হক প্রমুখ।

 

Share icon