শেরপুরে বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধে বৃক্ষ রোপন
"গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি" এ শ্লোগানকে সামনে রেখে বৈশ্বিক উষ্ণতা রোধে বৃক্ষ রোপন করা হয়েছে। গত ১৯ ও ২০ জুলাই বুধ ও বৃহস্প্রতিবার ফেইসবুক গ্রুপ 'শখের বাগানী' এবং 'সদর উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার' এডমিন ও মডারেটর এর সম্মিলিত আয়োজনে এ বৃক্ষ রোপনের আয়োজন করা হয়।
এসময় অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্রাম হোসেনসহ সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাফিউন নূর ও হারুনুর রশিদ, শখের বাগানী এবং প্রথমিক শিক্ষা পরিবারের এডমিন ও মডারেটর আতিকুল ইসলাম আতিক, জান্নাত সুলতানা, ব্রিজেট বেবী চিসিম, উম্মুল ওয়ারা আশরাফি মিশু, সোহেল আরমান, তানজির আহমদ বিশাল, আশিকুর রহমান আজিজ, সেলিনা আকতার শামসুজ্জামান সম্রাট সহ গ্রুপের অন্যান্য এডমিন মডারেটরসহ বৃক্ষ ও প্রকৃতি প্রেমীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা পরিষদ চত্বর শহরের শাহী মারকাজ মসজিদ, চাপাতলি কবরস্থানসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহে দেশীয় ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা রোপন করা হয়।