শেরপুর জেলা বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
শনি, 19.08.2023 - 05:53 PM
Share icon
Image

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শেরপুর জেলা বিএনপির আয়োজনে পদযাত্রা অনষ্ঠিত হয়েছে। 

১৯ আগষ্ট শনিবার বিকেলে শহরের রঘুনাথ বাজারস্থ সত্যবতি সিনেমা হল মোড় থেকে পদযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষ দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ করা হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে দলের বিভিন্ন অঙ্গদলের শীর্ষস্থানীয় নেতৃবন্দরা বক্তব্য রাখেন। 

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আওয়াল চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মাসুদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শহর বিএনপির সভাপতি মামুনুর রশিদ পলাশ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান রুপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুর ইসলাম আতা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি শওকত হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিয়ামুল হাসান আনন্দ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত ডিয়ন প্রমুখ।

পদযাত্রায় লোকে লোকারণ্য হওয়ায় ক্ষণিকের জন্য শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

Share icon