শেরপুরে জাতীয় জন্ম - মৃত্যু নিবন্ধন দিবস পালিত

স্টাফ রিপোর্টার
শুক্র, 06.10.2023 - 11:29 PM
Share icon
Image

"জন্ম-মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি" এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে ৬ অক্টোবর শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‍্যালী বের করে শহর প্রদক্ষিণ করা হয়। 

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। 

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত জন্ম-মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, 

জেলা সিভিল সার্জন প্রতিনিধি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার সোহরোয়ার্দি বাবু, সহকারী শিক্ষা অফিসার মো. হারুনুর রশিদ, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হায়দার আলী, সচিব নূরে আলম সিদ্দিকী,স্বাস্থ্য সহকারী মশিউর রহমান, ইউপি উদ্যোক্তা মাহবুবুর রহমান প্রমূখ।

Share icon