"মুজিব একটি জাতির রূপকার" সিনেমাটি দেখলেন শেরপুর আ'লীগের আড়াই শতাধিক নেতা-কর্মী

স্টাফ রিপোর্টার
সোম, 16.10.2023 - 07:22 PM
Share icon
Image

ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত 'মুজিব একটি জাতির রূপকার' ছবিটি দেখতে সিনেমা হলে প্রতিদিন বাড়ছে দর্শকের সংখ্যা। আজ ১৬ অক্টোবর সোমবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু ও জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমানের নেতৃত্বে আড়াই শতাধিক নেতাকর্মী শেরপুর শহরের রূপকথা সিনেমা হলে দেখলেন 'মুজিব একটি জাতির রূপকার' ছবিটি। 

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু সাংবাদিকদের জানান, তার নিজ উদ্যোগে আগামী ১৭দিন পর্যায়ক্রমে দলের সকল নেতাকর্মীদের সিনেমাটি দেখার সুযোগ করে দেয়া হবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর জীবনী থেকে নেওয়া সিনেমা টি দেখে বঙ্গবন্ধুর ৬ দফা, বঙ্গবন্ধুর কারাবরণ সময়, স্বাধীনতা লেন যুদ্ধের ইতিহাস সম্পর্কে নেতা-কর্মীরা জানতে পারবে এবং তা দেখে উজ্জীবিত হবে এ কারনেই এই আয়োজন। 

এর আগে শেরপুর পুলিশ বিভাগের আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপার ফকরুজ্জামান জুয়েলের নেতৃত্বে ২ শতাধিক পুলিশ সদস্য সিনেমাটি উপভোগ করেন।

Share icon