Image

শেরপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মহিলা অধিদপ্তরের বাস্তবায়নে ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কার্যক্রমের আওতায় ১ জানুয়ারি ২০২৩ হতে ৩১ ডিসেম্বর ২০২৪ চক্রের চুড়ান্ত নির্বাচিত ভিডব্লিউবি উপকার ভোগীদের মাঝে কার্ড ও চাল বিতরণ করা হয়েছে। ২১ মার্চ মঙ্গলবার দুপুরে লছমনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে উপস্থিত থেকে ১৯৫ জন উপকার ভোগীর মাঝে কার্ড ও চাল তুলে দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই। এসময় চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি দুই মাসের জন্য ৩০ কেজি করে মোট ৬০ কেজি করে চাল বিতরণ করা হয়।