Image

মারুফুর রহমান, শেরপুর।। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তি ও রাজনৈতিক অপপ্রচারের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবদল। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে জেলার পাঁচ উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।
জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানার মোড়ে সমাবেশে পরিণত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. আতাহারুল ইসলাম আতা।