Image

পুত্র সন্তান না থাকায় নিজের মেয়েদের জমি লিখে দেয়ায় আপন চাচা ও চাচাতো বোনের জামাইকে হামলা করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। গত ২২ নভেম্বর বুধবার এমন ঘটনা ঘটে শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে। এতে বৃদ্ধ তমিজ উদ্দিন (৭৩) ও মো. ইসমাইল হোসেন (৩২) আহত হয়। পরে তাদেরকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এতে প্রতিপক্ষের দা এর আঘাতে ইসমাল তার মাথার দুইপাশে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।
এ ঘটনায় বৃদ্ধ তমিজ উদ্দিন বাদি হয়ে ৭ জনকে অভিযুক্ত করে শেরপুর সদরা থানায় একটি মামলা দায়ের করেন।