শেরপুরে দুর্গোৎসব উপলক্ষে ডিআইজির মতবিনিময় সভা ও মন্ডপ পরিদর্শন
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে শেরপুরে বিভিন্ন মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) দেবদাস ভট্টাচার্য। ২২ অক্টোবর রবিবার সন্ধ্যায় শহরের গোয়ালপট্টি এলাকার গোপাল জিউর মন্দির প্রাঙ্গনে ওই মতবিনিময় সভা করেন তিনি।
ওইসময় তিনি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। দুর্গোৎসব উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী কাজ করছে। তাই কঠোর সতকর্তার পরও কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করলে ছাড় দেওয়া হবেনা।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) মো. খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, শেরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মারুফুর রহমানসহ পুলিশ ও পূজা উদযাপন পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে অন্যান্যদের নিয়ে তিনি বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।