শেরপুরে দুর্গোৎসব উপলক্ষে র্যাব-১৪ এর অতিরিক্ত ডিআইজির মন্ডপ পরিদর্শন
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে শেরপুরে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন র্যাব-১৪’র (ময়মনসিংহ) কমান্ডার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মহিবুল ইসলাম খান। তিনি ২২ অক্টোবর রবিবার রাতে শহরের বটতলা এলাকার ফ্রেন্ডস এ্যাসোসিয়েশনের নান্দনিক পূজা মন্ডপ পরিদর্শন করেন।
ওইসময় তিনি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু ও সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা, সহ-সভাপতি প্রবীর দাস গুপ্ত দেবু সহ নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
সেইসাথে তিনি দুর্গোৎসবে নিরাপত্তা বিষয়ে খোঁজ-খবর নেওয়াসহ র্যাবের তরফ থেকে সার্বক্ষণিক নজরদারি রাখার আশ্বাস দেন।
ওইসময় তার সাথে র্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, শেরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মারুফুর রহমানসহ র্যাব ও পূজা উদযাপন পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তিনি শহরের গোয়ালপট্টি এলাকাস্থ গোপাল জিউর মন্দির ও নয়ানীবাজার এলাকাস্থ মা ভবতারা মন্দিরসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।