সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
বুধ, 01.11.2023 - 01:57 PM
Share icon
Image

বিএনপি - জামাতের সমাবেশে সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন ও হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শেরপুর প্রেসক্লাবের আয়োজনে বুধবার (১ অক্টোবর)  সকাল ১০টায় প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আঁধার। 

শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বলের সঞ্চালনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে বক্তব্য দেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, যুগ্ম সম্পাদক মানিক দত্ত, শেরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মারুফুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জি এম আফসার বাবুল, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন ও শাবিহা জামান শাপলা, সাংবাদিক হাকিম বাবুল, তালাত মাহমুদ, সঞ্জিব চন্দ্র বিল্টু, আমিরুজ্জামান লেবু, ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি নমশের আলম, ইউসুফ আলী রবিন প্রমুখ।

মানব বন্ধনে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক জেলা কমান্ডার নূরুল ইসলাম হিরু, সদর উপজেলার সাবেক কমান্ডার এড. মুখলেছুর রহমান আকন্দ, সামাজিক সংগঠন জনউদ্দোগের জেলা সভাপতি আবুল কালাম আজাদ। 

Share icon