শেরপুরে ৩টি ট্রাকে ১৩০ বস্তা ভারতীয় চিনিসহ আটক-৪

শেরপুর সদর উপজেলার বলায়ের চর ইউনিয়নের আমতলী এলাকায় শনিবার (৯ ডিসেম্বর) সকালে ৩টি মিনিট্রাকে ১৩০ বস্তা ভারতীয় চিনি পাচার করে আনার সময় জনতা চিনিসহ ট্রাকগুলি আটক করে পুলিশে খবর দিলে এক ভুয়া সাংবাদিকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত চিনির বাজার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। আটককৃতরা হচ্ছে চিনি ব্যাবসায়ী মানিক (৩০), ট্রাক চালক আনিছ (২৭), অপর এক ট্রাক চালক (অজ্ঞাত) ও ভুয়া সাংবাদিক সিয়াম (২২)।
তবে চিনির মালিকের দাবী ওই ভুয়া সাংবাদিক সিয়াম রাস্তায় গাছ ফেলে ট্রাকগুলো আটকিয়ে কয়েক বস্তা চিনি নিয়ে যায় এবং তাদের কাছে ১৪ হাজার টাকা হাতিয়ে নেয়। ওই সময় স্থানীয় জনতা ওই ভুয়া সাংবাদিকসহ ৩ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
ঘটনার সত্যতা স্বীকার করে শেরপুর সদর থানার ওসি বছি আহমেদ বাদল বলেন, ৩জনকে আটক করা হয়েছে, তবে যাচাই বাছাই করে চিনিগুলো কোথা থেকে আনা হয়েছিলো এবং কোথায় নেয়া হচ্ছিলো তা তদন্তের বিষয়। চিনিসহ ট্রাক থানায় আটক আছে, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।