শেরপুরে বিজয় দিবসে ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর উদ্বোধন

১৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় শেরপুর মুক্তিযোদ্ধা স্মৃতি ইনডোর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তাদিরুল আহমেদের সভাপতিত্ব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
ওই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাজিব উল আহসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বলসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা এবং জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা, খেলোয়াড় ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে ছেলেদের ১৬ টি জুটি ও ১৫ জন সিঙ্গেল দল, মেয়েদের ৬ টি জুটি এবং ৬ টি মিক্সড (একজন ছেলে একজন মেয়ে) দল নক আউট পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন।