শেরপুর সদর থানা পুলিশ কর্তৃক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

অফিসার ফোর্সের মনোবল বৃদ্ধির লক্ষ্যে শেরপুর সদর থানার উদ্যোগে প্রীতিভোজ ও মনোমুগ্ধকর জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৫ জানুয়ারি বৃহস্পতিবার রাত ৮ টায় সদর থানা প্রাঙ্গণে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন শেরপুর জেলা পুলিশের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে দর্শক-শ্রোতাকে মাতিয়ে রাখেন শিল্পীগোষ্ঠীর সদস্যরা। এছাড়াও ঢাকা থেকে আগত যাদুশিল্পীর জাদু পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার - প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ মো: এমদাদুল হক সহ স্থানীয় জনপ্রতিনিধি, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, অফিসার-ফোর্সবৃন্দ ও স্থানীয় প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জানাযায়, পুলিশ সদস্যরা দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে ও জনগণের জানমালের নিরাপত্তায় দিনরাত ২৪ ঘন্টা দেশের কল্যাণে ও ক্রান্তি কালে সরকারি মহান দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ থাকে। কর্মক্ষেত্রে তাঁদের কর্মতৎপরতা, মনোবল বৃদ্ধি ও কাজে উৎসাহ প্রদান করার লক্ষ্যে শেরপুর সদর থানা পুলিশের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সাংস্কৃতিক সন্ধ্যার পূর্বে আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অতিথিবৃন্দদের নিয়ে পুলিশ সুপার অংশগ্রহণ করেন।