শেরপুরে অগ্নিকাণ্ডে শিশুসহ দুজন মারা যাওয়ার ঘটনায় পুলিশ সুপারের সহায়তা

স্টাফ রিপোর্টার
বুধ, 28.02.2024 - 05:56 PM
Share icon
Image

শেরপুরের প্রত্যন্ত চরাঞ্চলের পয়েস্তির চর গ্রামে মর্মান্তিক ও ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ দুজন মারা যাওয়ার ঘটনায় শেরপুরের পুলিশ সুপার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সহায়তা প্রদান করেছেন।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে তাৎক্ষণিক সহায়তা হিসেবে পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএমের পক্ষ থেকে ৫ বান টিন তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)।

Image

ওই সময় শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক, কামারেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোর রাতে সদর উপজেলার ১ নম্বর কামারেরচর ইউনিয়নের পয়েস্তিচর গ্রামের মো. আমান উল্লাহ মন্টুর বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশু ও এক নারী নিহত হয়। সেইসঙ্গে চারটি গরু আগুনে পুড়ে মারা যায়।

পরবর্তীতে ভোরবেলা শেরপুর সদর থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১৫ লাখ টাকা ক্ষয়-ক্ষতি হয়।

​​​​​

Share icon