বীরাঙ্গনা নারীদের নিয়ে শেরপুরে দেশ রূপান্তরের পাঁচ পূরণ পালিত
দৈনিক দেশ রূপান্তরের পাঁচ বছর পূর্তি উপলক্ষে পাঁচ পূরণ অনুষ্ঠান পালিত হয়েছে। এ উপলক্ষে ৪ মার্চ বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ঐতিহাসিক সোহাগপুর বিধবা পল্লীতে স্থানীয় বীরঙ্গনা ও জায়াদের নিয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
বীরাঙ্গনা হাফিজা বেওয়া বলেন, আমাদের এই বিধবা পল্লীতে দেশ রুপান্তর পত্রিকার অনুষ্ঠান আয়োজন করায় আমরা খুশি। তারা আমাদের সম্মান দিয়েছে।
দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শফিউল আলম সম্রাটের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, সিনিয়র সাংবাদিক জিএম বাবুল, গাংচিল সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি ও সাংবাদিক রফিক মজিদ, নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক হুমায়ুন কবির, কাকন,বাপ্পি সহ অন্যান্যরা।
প্রেসক্লাব সভাপতি মান্নান সোহেল তার বক্তব্যে বলেন, দেশ রুপান্তর দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সোহাগপুর বিধবা পল্লীতে দেশ রুপান্তরের এই ভিন্নধর্মী প্রতিষ্ঠাবার্ষিকী পালন করায় কতৃপক্ষকে ধন্যবাদ জানাই।
আলোচনা শেষে বিধবা পল্লীর বীরাঙ্গনা দের সাথে দেশ রূপান্তরের পাঁচ পূরণ এর কেক কাটা হয়।