শেরপুরের শ্রীবরদীতে ১১০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাক জব্দ
শেরপুরের শ্রীবরদীতে ১১০ বস্তা ভারতীয় চিনিসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে পুলিশ। ওই সময় গোডাউন মালিককেও আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাত দুইটার দিকে উপজেলার পৌর শহরের মুন্সিপাড়া মসজিদ সংলগ্ন ইমান আলীর গোডাউন ও মিনি ট্রাক থেকে চিনিগুলো জব্দ করা হয়।
আজ শুক্রবার দুপুরে মামলা দায়েরের পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ইমান আলী (৩৫) উপজেলার মুন্সীপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীবরদী পৌরসভার মুন্সিপাড়া গ্রামে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাই পথে নিয়ে আসা ভারতীয় চিনি গোডাউনে নামানো হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে এসআই আনোয়ারুল সঙ্গীয় ফোর্স নিয়ে গোডাউনে অভিযান চালায়।
ওই সময় গোডাউন ও মিনি ট্রাক থেকে ১১০ বস্তা চিনি এবং পরিবহনের কাজে ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসেন তারা। একই সাথে আটক করা হয় গোডাউনের মালিক ইমান আলীকে।
এ ঘটনায় শুক্রবার তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করে শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলমান আছে।