শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম'র বদলিজনিত বিদায় সংবর্ধনা ও স্যালুটিং ডাইস'র ফলক উম্মোচন

স্টাফ রিপোর্টার
বৃহস্পতি, 02.05.2024 - 08:22 PM
Share icon
Image

শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম'কে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম'র সভাপতিত্বে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসনের সদস্যদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি পুলিশ সুপার মোনালিসা পিপিএম। এসময় বক্তাদের বক্তব্যে কর্মময় জীবনে বিদায়ী অতিথি।

একজন দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে আলোচিত হন এবং সকল বক্তাগণ বিদায়ী অতিথির পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপ-সচিব মোক্তাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক জেবুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে বিকেল ৩ টায় শেরপুর জেলা পুলিশ লাইন্সে উপস্থিত হয়ে দৃষ্টিনন্দন স্যালুটিং ডাইস এর ফলক উম্মোচন করে শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার মোনালিসা বেগম।

Image

ওই সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জনাব মোঃ দিদারুল ইসলাম-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, শেরপুর জেলা পুলিশের অভিভাবক সম্মানিত পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম, পিপিএম-সেবা মহোদয় জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেডসহ বিভিন্ন আয়োজন উদযাপন করার লক্ষ্যে এ শৈল্পিক  দৃষ্টিনন্দন স্যালুটিং ডাইস নির্মাণ কার্যক্রম সম্পন্ন করেছেন।

Share icon