শেরপুরের ২ উপজেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন
শেরপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নকলা ও নালিতাবাড়ীর ২টি উপজেলায় শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ওই ভোটগ্রহণ সম্পন্ন হয়। তবে বিভিন্ন কেন্দ্রে স্বল্প ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
নকলা উপজেলার বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা গেছে অধিকাংশ কেন্দ্রেই ভোটারের উপস্থিতি স্বল্প। তবে কয়েকটি কেন্দ্রে ভোটারদের লাইন দেখা গেছে।
এদিকে নালিতাবাড়ী উপজেলাতেও একই চিত্র দেখা গেছে বিভিন্ন কেন্দ্রে।
স্বল্প ভোটারের উপস্থিতি সম্পর্কে নির্বাচনের দায়িত্বপালনরত কর্মকর্তারা জানিয়েছেন, সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও দুপুরের পর ভোটারের উপস্থিতি ছিলো।
এবার নকলা উপজেলার ভোটার সংখ্যা হচ্ছে ১,৭৯,৬০৬ জন। এখানে নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন নির্বাচনে অংশগ্রহণ করছেন।
নালিতাবাড়ী উপজেলার ভোটার সংখ্যা হচ্ছে ২,৩৯,৩০৬ জন। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন করে প্রার্থী নির্বাচনী লড়াইয়ে রয়েছেন।