প্রতিশ্রুতি রাখলেন শেরপুরের পুলিশ সুপার আকরামুল হোসেন পিপিএম

স্টাফ রিপোর্টার
বুধ, 22.05.2024 - 02:50 PM
Share icon
Image

২১ মে অনুষ্ঠিত শেরপুর জেলার নকলা ও নালিতাবাড়ী উপজেলায় দ্বিতীয় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে জেলা পুলিশের কঠোর অবস্থান ও চার স্তরের নিরাপত্তা পরিকল্পনার প্রেক্ষিতে উৎসবমুখর পরিবেশে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়। এতে শেরপুর জেলাবাসীর বিভিন্ন সচেতন মহলের প্রশংসায় ভাসছেন পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম-সেবা। 

আজ (২২ মে) বুধবার নকলা ও নালিতাবাড়ী উপজেলায় সরজমিন ঘুরে দেখা যায়, অনুষ্ঠিতব্য নির্বাচন সুষ্ঠু, অবাদ ও নিরপেক্ষ হওয়ায় পুলিশ সুপারকে নিয়ে স্থানীয় ভোটার ও সচেতন মহলের মাঝে নানা প্রশংসায় মুখরিত। 

পুলিশ সূত্র ও সরেজমিনে জানা যায়, নির্বাচনের পূর্বে পুলিশ সুপার নির্বাচনী এলকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সরজমিন পর্যবেক্ষণ ও জনগণকে নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের লক্ষ্যে নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট ও বাজারে ভোটারদের মাঝে সচেতনতা মূলক নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এছাড়াও দুই উপজেলাতে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে নির্বাচনী আইনি বিধিমালা যথাযথ ভাবে পালনের নির্দেশ দেন।

এছাড়াও ২১ মে অনুষ্ঠিত নির্বাচনে পুলিশ সুপার দুই উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন সহ নির্বাচনের মাঠে উপস্থিত থেকে সরজমিনে তদারকি ও খোঁজ খবর নেন। ফলে দুই উপজেলার কোথাও কোন বিশৃঙ্খলা সৃষ্টি , কারচুপি, প্রভাব বিস্তার, অনিয়ম সহ অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুলিশ সুপার এর দিকনির্দেশনার আলোকে তৈরিকৃত নিরাপত্তা পরিকল্পনার আওতায় নকলা ও নালিতাবাড়ী উপজেলায় কেন্দ্রভিত্তিক পুলিশ, মোবাইল স্ট্রাইকিং, চেকপোস্ট ও স্ট্যান্ডবাই সহ সাদা পোশাকে সর্বোমোট আটশ ৮৪ জন বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য নির্বাচনের ডিউটিতে নিয়োজিত ছিলো।

উল্লেখ্য,গত ৮ মে প্রথম ধাপে অনুষ্ঠিত শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নানা মহলের আস্থা অর্জন করেন এই পুলিশ সুপার। শেরপুর জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদানের পর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পুলিশ সুপার বলেছিলেন, নির্বাচনে প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশন যেটা বলেছেন, সেটাই আমার কাছে গ্রহণযোগ্য। জেলা পুলিশ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর।

তারই ধারাবাহিকতায় পুলিশ সুপার এর সার্বিক দিক নির্দেশনায় শেরপুর জেলা পুলিশ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়ে জনগণের  কাজ করে যাচ্ছে।

Share icon