পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

শেরপুর সদর উপজেলার ৬নং পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বুধলবার (২৯ মে) বেলা ১১টার দিকে পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়।
পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হায়দার আলীর সভাপতিত্বে ইউপি সচিব আলহাজ্ব মোঃ হযরত আলীর সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি আছাদুজ্জামান মোরাদ, সাধারণ সম্পাদক জিএইচ হান্নান প্রমুখ।
বাজেট অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান ২০২৪-২৫ অর্থ বছরের যে কাজগুলো বাস্তবায়ন হয়েছে সেগুলো উপস্থাপন করেন। পরে তিনি ২০২৪-২৫ অর্থ-বছরের রাজস্ব আয়ের মোট অনুদান প্রাপ্তি ১২ লক্ষ ৮২ হাজার, মোট উন্নয়ন আয় ১ কোটি ৫৭ লক্ষ ২০ হাজার ৩০৬ ও মোট সম্ভাব্য আয় ১ কোটি ৭০ লক্ষ ২ হাজার ৩০৬ টাকার বাজেট ঘোষণা করেন।
এছাড়াও বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন, মোঃ আঃ ওয়াদুদ, চাঁন মিয়া, মোঃ মনিরুজ্জামান, মিষ্টার, মোঃ হারুণ অর রশিদ, মোঃ আরিফ মিয়া, সায়দুল, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছাঃ মাহমুদা, মোছাঃ ছুবেদা বেগম, মোছাঃ সাবিনা বেগম, সাংবাদিক হামিদুর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, গ্রাম পুলিশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।