শেরপুরের নালিতাবাড়ীতে মদ্যপ অবস্থায় যুবলীগ সভাপতিসহ গ্রেফতার ৫

স্টাফ রিপোর্টার
রবি, 02.06.2024 - 09:51 PM
Share icon
Image

শেরপুরের নালিতাবাড়ীতে চোলাই মদ পান করে রাস্তায় মাতলামি করার অভিযোগে নন্নী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মাহমুদুল হাসানসহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকায় ডিবি পুলিশ মাদকবিরোধী এক অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

পরে রোববার (২ জুন) দুপুরে তাদের শেরপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।গ্রেফতারকৃতরা হলো- নিশ্চিন্তপুর এলাকার মৃত আব্দুল মোতালেব দুদুর ছেলে নন্নী ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহমুদুল হাসান (৩২), বনকুড়া চৌরাস্তা এলাকার মৃত খাদেম আলীর ছেলে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম (৩৫), নন্নী ডেকড়াপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে আলম মিয়া (৪০), নন্নী বাইগড়পাড়া এলাকার মৃত রাজ মাহমুদের ছেলে সফিকুল ইসলাম (৩৯) ও নন্নী ডেকড়াপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে রায়হান মিয়া (৪০)।

ডিবি পুলিশ জানায়, মদ খেয়ে রাস্তায় মাতলামি করে জনশৃঙ্খলা ভঙ্গ ও জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপরাধে ওই ৫ জনকে আটক করা হয়। পরে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করে তাদেরকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়।

নন্নী এলাকার বাসন্দিারা জানান, গ্রেফতারকৃতসহ একটি চক্র নন্নী এলাকায় মাদক সেবন ও মারধর থেকে শুরু করে নানা অপকর্মের মাধ্যমে ত্রাস সৃষ্টি করে আসছিল। 

বিষয়টি নিশ্চিত করে শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি আবুল কালাম আজাদ বলেন, গ্রেফতারকৃতদের রোববার শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

Share icon