শেরপুরে ৫০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার
বৃহস্পতি, 06.06.2024 - 04:28 PM
Share icon
Image

শেরপুরের ঝিনাইগাতীতে ৫০০ বোতল ফেনসিডিল সহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৬ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তাদেরকে গ্রেপ্তার করে ঝিনাইগাতি থানা পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন, শ্রীবরদী উপজেলার গেরামারা গ্রামের আব্দুল্লাহ খন্দকারের ছেলে মোরশেদ খন্দকার (৩৫) ও উপজেলার রামেরকুড়া গ্রামের জয়নাল আবেদীন মিস্ত্রির ছেলে মো. আমির হোসেন (৩০)।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া এলাকায় তল্লাশি চালায়। ওই সময় সন্দেহভাজন একটি ইজিবাইক আটক করা হয়। ইজিবাইকটি তল্লাশি করে পেছনের অংশে লুকানো অবস্থায় ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকে তো   ফেনসিডিলের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ লক্ষ টাকা। ওই সময় ইজিবাইক চালকসহ দুই জনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে। 

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল জানান, ফেনসিডিলের এই চালানটি পার্শ্ববর্তী দেশ ভারত থেকে চোরাই পথে এনে রাজধানীতে সরবরাহ করার পরিকল্পনা ছিল তাদের। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

তিনি আরও জানান, মাদকের ব্যাপারে কোন ছাড় নেই। যেখানেই মাদক, সেখানেই অভিযান।এ অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে ঝিনাইগাতীর সকলের সহযোগীতাও চেয়েছেন তিনি।

Share icon