শেরপুরে ঐতিহাসিক কাঁটাখালি যুদ্ধ দিবস পালিত
শেরপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক কাঁটাখালী যুদ্ধ দিবস পালন করা হয়েছে। আজ বিকেলে ঝিনাইগাতী কাটাখালী ব্রীজ সংলগ্ন শহীদ নাজমুল স্মৃতি চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। এসময় শহীদ নাজমুলের স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
১৯৭১ সালের এই দিনে ‘অপারেশন কাঁটাখালি' নামের ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হয়। ওই সম্মুখ সমরে শহীদ হন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃৃতি শিক্ষার্থী অপারেশন কমান্ডার নাজমূল আহসান এবং তাঁর পরিবারের অপর দুই বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন ও আলী হোসেন সহ ১২ জন।
শেরপুর জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খাইরুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম।
এছাড়াও এসময় ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল আলম রাসেল, বীরমুক্তিযোদ্ধা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।