শেরপুরে স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
শনি, 27.07.2024 - 09:16 PM
Share icon
Image

নানা আয়োজনে শেরপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। অনুষ্ঠানে শেরপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব খুরশেদ আলম ইয়াকুব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ উপলক্ষে বিকেলে শহরের মীরগঞ্জ জামে মসজিদে বিএনপি-জামাতের তান্ডবে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং বিপুল সংখ্যক আহত নেতাকর্মীর সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবার মাঝে খাবার বিতরন করা হয়।

এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে আলহাজ্ব খুরশেদ আলম ইয়াকুব বলেন, গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের সিঁড়ি বেয়ে আমাদের প্রিয় সংগঠন ৩০ বছর পেরিয়ে ৩১ বছরে পদার্পণ করলো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে ১৯৯৪ সালের ২৭ জুলাই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি আন্দোলন, সংগ্রাম ও দুর্যোগ মোকাবিলায় সব সময় মাঠে ছিল। এখনো আছে। এসময় তিনি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জানান। কারন তাদের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ দেশের জনপ্রিয় একটি সংগঠনে রুপ নিয়েছে। 

এসময় শেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share icon