শেরপুরের দুই বিচারকের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

শেরপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির ২ বিচারককে বদলিজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। ২৬ ফেব্রুয়ারি বুধবার বিকেলে জেলা আইনজীবী সমিতির লাইব্রেরী কক্ষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম জেলা ও দায়রা জজ) মো. ইকবাল মাহমুদ ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসানকে ওই সংবর্ধনা দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির প্রধান অতিথি ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সমিতির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দায়রা জজ আদালতের পিপি এ্যাডভোকেট আব্দুল মান্নান, জিপি এ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব ও সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার।
ওই সময় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) মাহবুব আলী মুয়াদসহ অন্যান্য বিচারক এবং আইনজীবী সমিতির নির্বাহী পরিষদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।