শেরপুরে চা বিক্রেতা মান্নানের ছেলের আত্মহত্যা
স্টাফ রিপোর্টার
রবি, 09.03.2025 - 10:39 PM
Image

শেরপুর জেলা সদরের পৌরসভার নওহাটা মহল্লায় এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। চা বিক্রেতা আ: মান্নান এর ছেলে নিহত মো: মজনু মিয়া (২৫)। রবিবার (৯ মার্চ) রাতে নিজঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মজনু তার নিজ গৃহে কাঠের পাড়ের সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করছে বলে জানা যায়। রবিবার রাত আনুমানিক ৮ টার দিকে নিজঘরে কেউ না থাকার সুযোগে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে সন্দেহ করছে মৃত মজনুর পরিবারের সদস্যরা। পরে ঘরের কাঠের পাড়ের সাথে ফাঁস লাগানো অবস্থায় মজনুকে ঝুলতে দেখে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে খবর পেয়ে রাতেই শেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।