শেরপুর অবৈধ আরও ২ ইটভাটা বন্ধ

স্টাফ রিপোর্টার
সোম, 10.03.2025 - 10:17 PM
Share icon
Image

রীট পিটিশন নং ১৩৭০৫/২০২২ এর আলোকে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী (১০ মার্চ) সোমবার বেলা সাড়ে ১২টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত শেরপুর পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সদর উপজেলায় স্থাপিত ২টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ পর্যন্ত মোট ৮টি ইটভাটা বন্ধ  ঘোষণা করা হলো বলে জানান জেলা পরিবেশ অধিদপ্তর। 

পরিবেশ অধিদপ্তর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শেরপুর সদর উপজেলার মনকান্দা এলাকার তাতালপুরে অবস্থিত মেসার্স এম আর এইচ ব্রিকস-১ ও মেসার্স এম আর এইচ ব্রিকস-২ এর ইটভাটার চিমনী ভেঙ্গে ফেলাসহ সকল কার্যক্রম বন্ধ করা হয়।

অভিযান পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আফসানা।

Image

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নূর কুতুবে আলম সিদ্দিক, পরিদর্শক সুশীল কুমার দাস ও অত্র কার্যালয়ের কর্মচারীবৃন্দ। 

এছাড়াও অভিযান পরিচালনায় সেনাবাহিনীর সদস্যবৃন্দ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর প্রতিনিধি এবং শেরপুর পুলিশ লাইন্স ও সদর থানার পুলিশ সদস্যবৃন্দ সার্বিক সহায়তা করেন। 

শেরপুর পরিবেশ অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ নূর কুতুবে আলম সিদ্দিক জানান, পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Share icon