শেরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার
শনি, 29.03.2025 - 04:19 PM
Share icon
Image

ঈদ-উল-ফিতর উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের আয়োজনে অসহায় ও গরিব মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে। ২৯ মার্চ শনিবার সকাল সাড়ে ১১টায় শেরপুর জেলা শহরের নিউমার্কেট দৈনিক তথ্যধারা পত্রিকা অফিসের সম্মুখে শতাধিক অসহায় ও গরিব মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকালে প্রধান অতিথি হিসেবে শেরপুর প্রেসক্লাব একাংশের সভাপতি এস.এম শহিদুল ইসলাম, প্রিয় অতিথি হিসেবে শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল উপস্থিত ছিলেন। 

ওই সময় অন্যান্যদের মধ্যে জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি আছাদুজ্জামান মোরাদ, সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ সুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. হামিদুর রহমানসহ উপকারভোগী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সাধারণ সসম্পাদক জিএইচ হান্নান জানান, আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শেরপুর সদর উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের শতাধিক অসহায় ও গরিব মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে। 

বিতরণকৃত এসব ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে- তুলশীমালা পোলাও চাউল, সেমাই, চিনি, গুড়া দুধ ও সাবান।

Share icon