শেরপুর জেলা পুলিশের উৎসবমূখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
সোম, 31.03.2025 - 11:11 AM
Share icon
Image

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর শেরপুর জেলা পুলিশ কর্তৃক যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। 

সোমবার (৩১ মার্চ) সকাল ৮ ঘটিকায় শেরপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের উদ্যোগে উৎসবমূখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

উক্ত ঈদুল ফিতরের নামাজে জামাতের সহিত আদায় করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। এছাড়াও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য-সহ মহল্লার মুসল্লিবর্গ ঈদের নামাজের জামাতে উপস্থিত ছিলেন।

Image

নামাজের পর দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ ও দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নামাজ শেষে পুলিশ সুপার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

Share icon