শেরপুরে র‍্যাবে'র অভিযানে সাজ্জাদ হত্যা মামলার আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
শনি, 05.04.2025 - 06:13 PM
Share icon
Image

শেরপুর সদর উপজেলার মধ্যবয়ড়া গ্রামে গত বছরের ২১ আগস্ট সংঘটিত আলোচিত সাজ্জাদ হোসেন (৩২) হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, জামালপুর।

র‌্যাব-১৪ জামালপুর এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী মোঃ রাহাদ হোসেন (২৫) শেরপুর সদর উপজেলার মধ্য বয়ড়া নামাপাড়া এলাকার হাবেজ আলীর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানাযায়, পূর্ব বিরোধের জেরে গত বছরের ২১ আগস্ট সকাল ৬টা ৩০ মিনিটে আসামীরা দেশীয় অস্ত্রসহ তার বাড়িতে হামলা চালায়। এ সময় তার স্বামী সাজ্জাদ হোসেনকে এলোপাতাড়ি কোপানো হলে তিনি গুরুতর জখম হন। শেরপুর সদর হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহতকে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২২ আগস্ট শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১৯) দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে, শুক্রবার (৪এপ্রিল) রাত ১১টায় র‍্যাব-১৪ এর একটি আভিযানিক দল শেরপুর সদর থানার আতিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামী মোঃ রাহাদ হোসেন (২৫) কে গ্রেফতার করে র‍্যাব।

র‍্যাব সুত্রে যানাযায়, গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share icon