শেরপুরে মহান মে দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
বৃহস্পতি, 01.05.2025 - 05:23 PM
Share icon
Image

‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে ২০২৪) সকাল ১০ ঘটিকায় শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শুভ উদ্বোধন ও র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

র‌্যালিতে অংশগ্রহণ করেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা-সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকতা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন শ্রেণি-পেশার কর্মজীবী, বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ও সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

Image

র‍্যালি পরবর্তীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উপলক্ষে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপারের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা প্রমুখ।

Share icon