পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস আইজিপি ব্যাজ পেলেন শেরপুরের পুলিশ সুপার

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বৃহস্পতি, 01.05.2025 - 06:01 PM
Share icon
Image

‘‘আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান ও দৃষ্টান্তমূলক এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ‘‘পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪’’ পেলেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার (০১ মে ২০২৫ খ্রিঃ) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সম্মানজনক এই ব্যাজ পরিয়ে দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম বিপিএম।

জানা যায়, মোঃ আমিনুল ইসলাম শেরপুর জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকেই সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত নানা সাহসী ও বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেন। তিনি, মাদক উদ্ধার, ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অল্পদিনেই আইনশৃঙ্খলা রক্ষায় সফলতার স্বীকৃতিস্বরুপ পুলিশ সপ্তাহ ২০২৫ এ ‘‘পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ’’ এ ভূষিত হয়েছেন।

দৃষ্টান্তমূলক ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ‘আইজিপি ব্যাজ' পদকে ভূষিত হওয়ায় শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার আমিনুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ এর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান শেরপুর জেলা পুলিশ।

Share icon