"ভিত্তিহীন সংবাদে সম্মানহানি"- প্রতিবাদে শেরপুরে সাংবাদিক ছামিউলের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
রবি, 03.08.2025 - 07:22 PM
Share icon
Image

অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত ‘ভিত্তিহীন ও মানহানিকর’ সংবাদের প্রতিবাদে শেরপুরে সংবাদ সম্মেলন করেছেন আলোকিত বাংলাদেশ-এর শেরপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মো. ছামিউল আলম। ৩ আগস্ট রবিবার দুপুর সাড়ে ১২টায় শহরের নিউমার্কেটস্থ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।

সংবাদ সম্মেলনে ছামিউল আলম অভিযোগ করেন, ‘কালের বিবর্তন’ নামের একটি অনলাইন পোর্টালে “লেবাজধারী সাংবাদিক” শিরোনামে তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, “এই সংবাদে আমাকে ব্যক্তিগতভাবে অপমান এবং পেশাগতভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে।”

তিনি আরও দাবি করেন, ওই প্রতিবেদনে তার ভাইকে একটি হত্যা মামলার আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে, যা পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর। “আমার ভাই কখনও কোনো হত্যা মামলার আসামি ছিলেন না,এখনও নেই” এমনটি বলেন ছামিউল আলম।

সংবাদ সম্মেলনে ছামিউল আলম অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরে শেরপুরের এক স্থানীয় সাংবাদিক আবু হানিফ এই সংবাদ প্রকাশ করেছেন। এতে তার পরিবার সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছে এবং তিনি নিজেও সাংবাদিকতা পেশায় নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছেন বলে জানান।

তিনি বলেন, “আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা হয়েছে, যার ফলে আমি সাংবাদিকতার মতো গুরত্বপূর্ণ ও সম্মানজনক পেশায় মনোযোগ দিয়ে কাজ করতে পারছি না। আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।”

তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি যথাযথ তথ্য যাচাই করে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান। তার ভাষায়, “একটি মিথ্যা সংবাদ শুধু একজন ব্যক্তি নয়, গোটা গণমাধ্যম পেশাকেই প্রশ্নবিদ্ধ করে। এ ধরণের দায়িত্বহীন সংবাদ পরিবেশন গণমাধ্যমের নৈতিকতা ও নিরপেক্ষতা ক্ষুন্ন করে।”

Share icon