শেরপুর পৌর শহরে জলাবদ্ধতা নিয়ে মাঠে প্রশাসক

মারুফুর রহমান, শেরপুর।।
টানা বৃষ্টিপাতে শেরপুর পৌর শহরের একাধিক এলাকায় জলাবদ্ধতা দেখা দেওয়ায় সরেজমিনে পর্যবেক্ষণে নেমেছেন পৌর প্রশাসক মো. শাকিল আহমেদ। শনিবার (৩ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি শহরের কলেজ রোড, থানা মোড়, নয়ানি বাজার, নারায়ণপুর, খরমপুর ও বাইপাস সড়কসহ জলাবদ্ধ এলাকায় ঘুরে পানি নিষ্কাশনের বাস্তব অবস্থা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে প্রশাসক শাকিল আহমেদ বলেন, “পানি জমে থাকলেও আমরা তা স্বল্প সময়ে সরিয়ে নিতে পারছি। তবে স্থায়ী সমাধানের জন্য দুর্বল ড্রেনেজ ব্যবস্থাগুলোর তালিকা তৈরি করে দ্রুত সংস্কার শুরু করা হবে।”
তিনি মাঠ পর্যায়ের প্রকৌশলী, স্যানিটেশন টিম এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে স্থানীয় সমস্যাগুলোর তাৎক্ষণিক সমাধানের পথ খুঁজে বের করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
শহরের একাধিক ওয়ার্ডের বাসিন্দারা প্রশাসকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “বছরের পর বছর ধরে এই জলাবদ্ধতা ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার হয়তো কিছুটা হলেও আশার আলো দেখা যাচ্ছে।”
উল্লেখ্য, গত কয়েকদিনের বৃষ্টিতে শহরের নিচু এলাকাগুলোতে হাঁটু পর্যন্ত পানি জমে জনদুর্ভোগ তৈরি হয়। যার ধারাবাহিকতায় এবার মাঠপর্যায়ে সরেজমিন কার্যক্রম শুরু হলো।