শেরপুরে টিআরসি নিয়োগ কার্যক্রমের ব্রিফিং অনুষ্ঠিত: যুক্ত ছিলেন পুলিশ সুপার
স্টাফ রিপোর্টার
সোম, 04.08.2025 - 10:13 PM
Image

মারুফুর রহমান, শেরপুর।। শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ জুন-২০২৫ সংক্রান্ত ব্রিফিং সভা অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) সকাল ১১টায় পুলিশ হেডকোয়ার্টার্স আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি (এইচআরএম) আবু নাছের মোহাম্মদ খালেদ।
সভায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শেরপুর জেলা থেকে যুক্ত ছিলেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। তাঁর নেতৃত্বে শেরপুর পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষ থেকে সভায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শাহ শিবলী সাদিক, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রিজার্ভ অফিস সংশ্লিষ্ট বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।
সভায় টিআরসি নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠু, স্বচ্ছ ও merit-based রাখতে করণীয় বিষয়াবলী নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।