শেরপুরে অটোরিকশা ছিনতাইয়ের জেরে কিশোর চালকের লাশ উদ্ধার: তিন জোড়া জুতা উদ্ধার

স্টাফ রিপোর্টার
সোম, 04.08.2025 - 10:24 PM
Share icon
Image

মারুফুর রহমান, শেরপুর।। শেরপুর সদর উপজেলার গাজিরখামার ইউনিয়নের খরখরিয়া ব্রিজের রাস্তার পাশের একটি গাছ থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় হোসেন আলী (১৫) নামের এক কিশোর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) বিকেলে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

নিহত হোসেন আলী গাজিরখামার ইউনিয়নের চককুমরী গ্রামের বাসিন্দা ও আইসক্রিম বিক্রেতা সিরাজ আলী ওরফে বুচার ছেলে। মাত্র ১৫ বছর বয়সেই সে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত।

স্বজনদের বরাতে জানা গেছে, রোববার আসরের নামাজের পর ভাড়া মারতে বাড়ি থেকে বের হয় হোসেন আলী। এরপর রাত হয়ে গেলেও সে আর বাড়ি ফেরেনি। খোঁজাখুঁজির একপর্যায়ে সোমবার বিকেলে খরখরিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় একটি পানিতে ভেজা টিশার্ট দেখে সন্দেহ হলে মনিরাজ নামে এক যুবক চিৎকার শুরু করে। স্থানীয়রা ছুটে এসে গাছের সঙ্গে বাঁধা মরদেহ দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে থানায় খবর দেন।

নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর ধারণা, তার অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পাওয়া গেছে তিন জোড়া জুতা, যা সম্ভবত হত্যাকাণ্ডে জড়িতদের বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, ছিনতাইকৃত অটোরিকশাটি শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের চিথলিয়া বাজারে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, “ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার মোটিভ অনুসন্ধানে তদন্ত চলছে, দ্রুতই মামলা হবে।”

শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, “আমরা এই হত্যাকাণ্ডকে গুরুত্বের সঙ্গে দেখছি। ক্লু-ভিত্তিক তদন্ত শুরু হয়েছে। অটোরিকশা উদ্ধারের তথ্যটি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Image

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হতভাগ্য হোসেন আলী পরিবারে একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিল বলে জানিয়েছে তার পরিবার।

Share icon