শেরপুরে বিএনপি নেতা এস এম শহিদুল ইসলামকে সংবর্ধনা

শেরপুর সদর উপজেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হওয়ায় এস এম শহিদুল ইসলাম ভিপিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে চরশেরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি ও নাগরিক সমাজের উদ্যোগে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন। বক্তব্য দেন শেরপুর জেলা কৃষকদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম আংগুর, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী বিএসসি, সাইদুর মেম্বার, মোহাম্মদ আলী জিন্নাহ ও যুবদল নেতা সাকিল আহম্মেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপি’র সাবেক তাঁতীবিষয়ক সম্পাদক ও সদ্য নির্বাচিত উপজেলা বিএনপি সদস্য মোঃ সাইদুর তালুকদার।
সংবর্ধিত নেতা এস এম শহিদুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে উপজেলা কমিটি হয়েছে। দলের হয়ে যারা দীর্ঘ ১৫ বছর কাজ করেছেন তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকাকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় বিপুল সংখ্যক জনগণ উপস্থিত ছিলেন।