শেরপুরে ত্রিভূজ প্রেমের বলি কলেজ শিক্ষার্থী সুমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
শুক্র, 05.09.2025 - 05:21 PM
Share icon
Image

মারুফুর রহমান, শেরপুর : শেরপুর পৌর শহরের বারাকপাড়া এলাকার নিমতলা আহমদীয়া কওমি মাদ্রাসা মাঠে শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে আলোচিত কলেজ শিক্ষার্থী সুমন হত্যার ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, গেল বছরের ১১ নভেম্বর রাতে শহরের সজবরখিলা এলাকার সাবেক পুলিশ সদস্য ফুরকান আলীর বাড়ির সবজির মাচার নিচে মাটিতে পুঁতে রাখা অবস্থায় সুমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রধান আসামি রবিন, প্রেমিকা আন্নীসহ তিনজনকে আটক করে পুলিশ। মূলত ত্রিভূজ প্রেমের জেরে পরিকল্পিতভাবে সুমনকে হত্যা করা হয় বলে দাবি পরিবারের।

নিহতের বাবা মো. নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার ছেলেকে হত্যার পর আসামিরা এখন নানা কৌশলে বিচারের গতি বাধাগ্রস্ত করছে।

পরিবারের সদস্যরা আরও বলেন, ডিএনএ পরীক্ষায় সুমন ও মূল আসামির প্রকৃত বয়স ২০ বছর প্রমাণিত হলেও স্বার্থান্বেষী মহল এবং কিছু অসাধু আইনজীবীর যোগসাজশে স্কুলের সার্টিফিকেট ব্যবহার করে আসামির বয়স ১৬ দেখানো হচ্ছে। এতে তাকে কিশোর সাজিয়ে জামিনে মুক্ত করার চেষ্টা চলছে। ন্যায়বিচারকে বাধাগ্রস্ত করার এ অপচেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

Image

নিহতের মা কল্পনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলেকে হত্যা করে মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছে। অথচ প্রভাবশালীদের ছত্রছায়ায় খুনিরা পার পেয়ে যাচ্ছে। আমি সরকারের কাছে ন্যায়বিচার চাই।

মানববন্ধনে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব শাহনুর রহমান সাইম বলেন, এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে। দ্রুত বিচার না হলে এ ধরনের অপরাধ আরও বেড়ে যাবে।

মানববন্ধনে স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ, এলাকাবাসী ও নিহতের পরিবার অংশ নেন। বক্তারা অবিলম্বে সুমন হত্যার সুষ্ঠু তদন্ত, প্রকৃত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান।

Share icon