শেরপুরের শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামী গাজীপুর থেকে গ্রেফতার

শেরপুর সংবাদদাতা॥ শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গণই ভরুয়াপাড়া গ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামী সৈয়দ আলী ওরফে চিকু মিয়া (৬০) অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় লোনা গার্মেন্টসের সামনে থেকে শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মামলার বাদী মেহেদী হাসান জানান, “পুলিশ দ্রুত সময়ে আসামীকে গ্রেফতার করেছে। এজন্য আমরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞ। আমরা চাই শিশুটির জন্য ন্যায়বিচার নিশ্চিত হোক।”
এ ঘটনায় স্থানীয়ভাবে আসামীর বাড়িঘরে হামলার অভিযোগ পাওয়া গেলেও মামলার বাদী অভিযোগ অস্বীকার করেছেন।
তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফ আলী জানান, আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং শিশুর ডাক্তারি রিপোর্টের ভিত্তিতে মামলার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবাইদুল আলম বলেন, “শিশু ধর্ষণচেষ্টা মামলার একমাত্র আসামীকে গ্রেফতার করা হয়েছে। এ মামলার বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।”