জেলা হাসপাতালের উন্নয়নই হবে প্রধান অঙ্গীকার: বিএনপি নেত্রী প্রিয়াঙ্কা

স্টাফ রিপোর্টার
বুধ, 10.09.2025 - 02:51 PM
Share icon
Image

জেলা প্রতিনিধি, শেরপুর॥ শেরপুর-১ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সালসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেছেন, শেরপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ভয়াবহ দুরবস্থার মধ্যে রয়েছে। প্রতিদিন শত শত রোগী চিকিৎসা না পেয়ে ভোগান্তিতে পড়ছে। অথচ গত ১৭ বছরে এই হাসপাতালে কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি।

তিনি বলেন, “চিকিৎসক সংকট, ওষুধের ঘাটতি আর অব্যবস্থাপনার কারণে অসহায় মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। আমি যদি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হই, তবে সদর হাসপাতালের উন্নয়নই হবে আমার প্রথম কাজ।”

ডা. প্রিয়াঙ্কা আরও প্রতিশ্রুতি দেন, শেরপুরে একটি মেডিকেল কলেজ ও আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেবেন তিনি।

গত মঙ্গলবার রাতে শহরের খরমপুর মোড়ে ৫নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি প্রচারণা উপলক্ষে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন শেরপুর পৌর বিএনপির ৫নং ওয়ার্ড সভাপতি নছিমুদ্দিন নছির। বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক মামুনুর রশিদ পলাশ, পৌর বিএনপির আহ্বায়ক ও পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান, বিএনপি নেতা শফিউল আলম চাঁন প্রমুখ।

পথসভায় জেলা, উপজেলা, পৌর ও ওয়ার্ড বিএনপিসহ অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share icon