শেরপুরে গরুর হাটে হামলার অভিযোগ; সংবাদ সম্মেলনে ভিত্তিহীন দাবি মাওলানা মুলুর

স্টাফ রিপোর্টার
শনি, 13.09.2025 - 03:26 PM
Share icon
Image

শেরপুর শহরের ব্রহ্মপুত্র সেতু সংলগ্ন গরুর হাটে হামলার ঘটনায় তার সম্পৃক্ততা নেই দাবি করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম মুলু মুন্সি। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চরপক্ষীমারি ইউনিয়নের সাত পাকিয়া গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগকে “উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা” বলে নিন্দা জানান।

মাওলানা মুলু বলেন, সম্প্রতি নামসর্বস্ব একটি অনিবন্ধিত নিউজ পোর্টালে ‘শেরপুরে গরুর হাটে হামলা, মাওলানা শফিকুল ইসলাম মুলু মুন্সির যোগসাজশের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত খবরটি সম্পূর্ণ অসত্য। “আমাকে জড়িয়ে আওয়ামী লীগ সন্ত্রাসীদের সমন্বয়ে হামলার যে অপবাদ দেওয়া হয়েছে, তা মিথ্যা ও ভিত্তিহীন,” দাবি করেন তিনি।

তিনি জানান, ২০১২ সাল থেকে তিনি বাংলাদেশ হেফাজতে ইসলামের সদস্য এবং ২০১৭ সাল থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। জুলাই আন্দোলনের পর থেকে তিনি জেলা খেলাফত মজলিসের সভাপতি এবং একই সঙ্গে হেফাজতে ইসলামের জেলা শাখার অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। “আমার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই,” জোর দিয়ে বলেন মাওলানা মুলু।

বিগত সরকারের সময় রাজনৈতিক কারণে নির্যাতনের শিকার হওয়ার কথাও উল্লেখ করেন তিনি। বলেন, “আমার ভাই আকবর চেয়ারম্যানের প্রভাব খাটিয়ে কোনো সম্পদ অর্জন করিনি এবং রাজনৈতিক পদ-পদবী ব্যবহার করে কোনো দপ্তরে প্রভাব বিস্তারের প্রমাণও কারও কাছে নেই। প্রতিপক্ষরা আমাকে হেয় করার জন্য পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।”

মাওলানা মুলু জানান, নিজের মানহানির ঘটনায় ওই অনিবন্ধিত নিউজ পোর্টালের বিরুদ্ধে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রকৃত ঘটনা অনুসন্ধানে সাংবাদিকদের প্রতি সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।

Share icon