দেশত্যাগ ঠেকাতে আদালতের নির্দেশ: আ.লীগ নেতা চন্দন পালের পাসপোর্ট জব্দ

স্টাফ রিপোর্টার
সোম, 06.10.2025 - 10:59 PM
Share icon
Image

মারুফুর রহমান, শেরপুর॥ ৬ অক্টোবর ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের মামলায় জামিনে মুক্তি পাওয়া শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট চন্দন কুমার পালের পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (৬ অক্টোবর) বিকেলে জেলা ও দায়রা জজ মো. জহিরুল কবির রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান।

আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতের ঘটনায় দায়ের হওয়া মোট সাতটি মামলার মধ্যে ছয়টিতে উচ্চ আদালত এবং সর্বশেষ মামলায় গত ২৮ সেপ্টেম্বর জেলা দায়রা আদালত থেকে চন্দন কুমার পাল অন্তর্বর্তীকালীন জামিন পান। পরদিন তিনি জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন।

তার মুক্তির পর থেকেই রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি হয়। বিভিন্ন মহলে গুঞ্জন ওঠে, তিনি জামিনে মুক্তির পর দেশত্যাগ করেছেন। বিষয়টি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়লে সোমবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা আদালত, পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গেট অবরোধ করে বিক্ষোভ করেন। এতে দুপুর পর্যন্ত আদালত ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

এ পরিস্থিতিতে বিকেলে রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান আদালতে বিশেষ আবেদন দাখিল করেন। আবেদনে বলা হয়, জামিনে থাকা অবস্থায় অ্যাডভোকেট চন্দন কুমার পাল যে কোনো সময় দেশত্যাগ করতে পারেন, যা বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। তাই তার পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি।

শুনানি শেষে জেলা ও দায়রা জজ মো. জহিরুল কবির রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে অ্যাডভোকেট চন্দন কুমার পালের পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।

Share icon