জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটিতে শেরপুরের জিএইচ হান্নান

নিজস্ব প্রতিবেদক, শেরপুর: জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহকারি মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন শেরপুরের সাংবাদিক জিএইচ হান্নান। তিনি সংস্থার শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক, দৈনিক আওয়ার বাংলাদেশ পত্রিকার শেরপুর ব্যুরো প্রধান এবং দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিন পত্রিকার আঞ্চলিক প্রতিনিধি।
২৭ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১১টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম অডিটরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান জুলাই গণঅভ্যুত্থানের শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র মা সামসি আরা জামান, যিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার সাবেক মহাসচিব আবু বাসার মজুমদার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটিএম বাংলার পরিচালক মো. আনিসুর রহমান, শহীদ সাংবাদিক আবু তাহের মো. তুরারের ভাই মো. আবুল আহসান আজরফ, এবং কেন্দ্রীয় মহাসচিব মো. আলমগীর গণি।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিক নেতৃবৃন্দের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সহকারি মহাসচিব জিএইচ হান্নান বলেন, “জাতীয় সাংবাদিক সংস্থার এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়া আমার জন্য গৌরবের। এটি কেবল ব্যক্তিগত অর্জন নয়- শেরপুরের সাংবাদিক সমাজের সম্মান ও বিশ্বাসের প্রতিফলন। আমি সর্বোচ্চ সততা ও নিষ্ঠা নিয়ে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করে যেতে চাই। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সাংবাদিকরা বড় ভূমিকা রাখতে পারে- এই বিশ্বাস থেকেই আমি অগ্রসর হতে চাই।”
জিএইচ হান্নান নির্বাচিত হওয়ায় শেরপুরের সাংবাদিক সমাজে আনন্দ ও গৌরবের অনুভূতি ছড়িয়ে পড়ে।