শেরপুরে অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তারের যোগদান

স্টাফ রিপোর্টার
বুধ, 08.10.2025 - 12:39 PM
Share icon
Image

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে শেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে যোগদান করেছেন নাসরিন আক্তার।

বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টায় পুলিশ সুপারের কার্যালয়ে যোগদানের পর জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান শেরপুরের পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার ৩৫তম বিসিএসের মাধ্যমে ২০১৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে দায়িত্ব পালন করেন।

Share icon