তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নেই দেশ বাঁচবে - শেরপুর-১ আসনের এমপি প্রার্থী মাসুদ

স্টাফ রিপোর্টার
শুক্র, 17.10.2025 - 09:26 AM
Share icon
Image

দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শেরপুর-১ (সদর) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদ।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের চৈতনখিলা জব্বারিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। রাষ্ট্র মেরামতের ৩১ দফাই হচ্ছে জাতির মুক্তির পথনকশা।”

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সদস্য দেলোয়ার ক্রিসেন্ট। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন ও কামরুল হাসান, সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম শিপন, হাসানুর রেজা জিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আলী, সাবেক দপ্তর সম্পাদক সেলিম শাহী, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক সৈয়দ মিজানুর রহমান সোহেল, সাবেক সদস্য ফসিউল আলম সুজন ও মোকাররম হোসেন বক্তব্য রাখেন।

Image

এছাড়াও আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জিতেন্দ্র মজুমদার, জেলা শ্রমিকদলের সহ-সভাপতি ফয়সাল খান তোতা, জেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক আব্দুল খালেক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলম, পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কমিশনার বাদশা তালুকদার এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন প্রমুখ।

সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ জুলাই-আগস্ট মাসে নিহত পাকুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত করেন।

Share icon