ঝিনাইগাতীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু : আহত ৫, আটক ১

গত ছয় মাস আগের তুচ্ছ বিরোধের জেরে শেরপুরের ঝিনাইগাতীতে মোছাঃ মরিচ ফুল (৫০) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মরিচ ফুল ওই গ্রামের মৃত হাসেম আলীর স্ত্রী। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে মো. জসমত আলী (৩৫)কে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতরা—হুজুরা খাতুন (৩০), শুকুর আলী (২২), সুজন (১৮), সোহাগ মিয়া (২০) ও লাল মিয়া (৪০)—শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের ছেলে সুজন মিয়া বলেন, “প্রায় ছয় মাস আগে আমাদের সঙ্গে প্রতিবেশী শরীফ মিয়ার পরিবারের তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়। তখন থেকেই ওরা সুযোগ খুঁজছিল। আজ সকালে কোনো কথা ছাড়াই তারা আমাদের বাড়িতে ঢুকে মা’কে ছুরিকাঘাত করে। আমরা ঠেকাতে গেলে সবাইকে কুপিয়ে আহত করে।”
নিহতের স্বজন লাল মিয়া অভিযোগ করে বলেন, “প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। আমরা বারবার পুলিশকে জানিয়েছি, কিন্তু কেউ ঘটনাস্থলে আসেনি। যদি আগে ব্যবস্থা নিত, তাহলে হয়তো মরিচ ফুল আজ বেঁচে থাকত।”
ঘটনার পর ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আমরা আলামত জব্দ করেছি এবং ঘটনায় জড়িত সন্দেহে আরিফের স্ত্রী আকলিমা বেগমকে আটক করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম বলেন, “এটি পূর্বের বিরোধের জেরে সংঘটিত একটি হত্যাকাণ্ড। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
এদিকে মরিচ ফুলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।