আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের দুই আসনে প্রার্থী দেবে সাংস্কৃতিক মুক্তিজোট

স্টাফ রিপোর্টার
সোম, 27.10.2025 - 07:10 PM
Share icon
Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছেছড়িপ্রতীকের মনোনয়ন প্রক্রিয়া

স্টাফ রিপোর্টার, শেরপুর | ২৭ অক্টোবর ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) ‘ছড়ি’ প্রতীকে সারা দেশের মতো শেরপুর জেলাতেও প্রার্থী মনোনয়নের উদ্যোগ নিয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, দলটি জেলার শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে প্রার্থী মনোনয়ন দেবে।

দলীয় সূত্রে আরও জানা যায়, সংগঠনটি ইতোমধ্যে কেন্দ্রীয় পর্যায়ে মনোনয়ন প্রক্রিয়া শুরু করেছে। তৃণমূল পর্যায়ে যোগ্য, সৎ ও জনগণের আস্থাভাজন প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। স্থানীয় পর্যায়ের ইউনিটগুলো সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করে কেন্দ্রীয় কার্যালয়ে পাঠাচ্ছে।

এ বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় নেতারা বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের রাজনীতির মধ্য দিয়ে সচেতন সামাজিক শক্তির শাসন প্রতিষ্ঠাই মুক্তিজোটের মূল লক্ষ্য।”

Image

নেতারা আরও জানান, দেশের সাংস্কৃতিক আন্দোলনকে রাজনৈতিক বাস্তবতায় রূপ দিতে মুক্তিজোট আসন্ন জাতীয় নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।

আগ্রহী মনোনয়নপ্রত্যাশীরা সংশ্লিষ্ট দলীয় কার্যালয়ে যোগাযোগ করে প্রার্থী হওয়ার আবেদনপত্র জমা দিতে পারবেন।

কেন্দ্রীয় কার্যালয়:
বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), ২২/১, শিশু কল্যাণ পরিষদ ভবন, তোপখানা রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০।

-মেইল:[email protected] মোবাইল: ০১৭১৭৬৫৭৩৪৯

Share icon