সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে: আহ্বায়ক হযরত আলী

স্টাফ রিপোর্টার
শুক্র, 07.11.2025 - 08:16 PM
Share icon
Image

মারুফুর রহমান, শেরপুর | ৭ নভেম্বর ২০২৫:
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে শেরপুর সদর থানা বিএনপির আহ্বায়ক হযরত আলী বলেছেন, “১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের ষড়যন্ত্র রুখে সিপাহী-জনতা জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় রাজপথে নেমেছিল। এখন আমাদের দায়িত্ব হলো দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া।”

তিনি আরও বলেন, “ভোটাধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের রাজপথে থাকতে হবে। বিএনপির বিরুদ্ধে যত ষড়যন্ত্রই হোক, তা ব্যর্থ হবে।”

Image

এ উপলক্ষে শহরের মাধবপুর এলাকা থেকে বিশাল র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রঘুনাথবাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালিতে হাজারও নেতাকর্মীর অংশগ্রহণে শহরের রাস্তাগুলো লোকারণ্য হয়ে ওঠে।

সভায় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, “জনগণের মুক্তির সংগ্রাম কখনো থেমে থাকবে না। গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।”

জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ বলেন, “৭ নভেম্বর শুধু স্মৃতির দিন নয়, এটি প্রেরণারও উৎস। আমরা জনগণের অধিকার রক্ষায় মাঠে থাকব।

Image

”সভায় জেলা বিএনপির যুগ্ম সদস্য সচিব আব্দুল আওয়াল চৌধুরী, সদর থানা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, নকলা উপজেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, নালিতাবাড়ী উপজেলা নেতা ভিপি আনোয়ার হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share icon