শেরপুর জেলা প্রশাসকের হুইল চেয়ার–কম্বল বিতরণ ও সিসিটিভি মনিটরিং উদ্বোধন

স্টাফ রিপোর্টার
বৃহস্পতি, 04.12.2025 - 07:07 PM
Share icon
Image

মারুফুর রহমান, শেরপুর: শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বৃহস্পতিবার নকলা উপজেলায় জনসেবা ও উন্নয়নমূলক একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে দিনব্যাপী সরেজমিন পরিদর্শন করেন। প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ, শীতার্ত মানুষের হাতে কম্বল প্রদান, এবং নকলা পৌরসভায় স্থাপিত আধুনিক সিসিটিভি ক্যামেরা মনিটরিং ব্যবস্থার উদ্বোধন -এই তিনটি মানবিক ও জননিরাপত্তামূলক উদ্যোগ তাঁর সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তোলে।

দিনের শুরুতে জেলা প্রশাসক নকলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। তিনি সেবার মান আরও উন্নত ও জনগণের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরবর্তী সময়ে তিনি উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং পরিবেশ সুরক্ষায় সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান।

এরপর স্থানীয় প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে হুইল চেয়ার এবং শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক। সামাজিক সুরক্ষা ও মানবিক সহায়তা সরকার সর্বদা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে উল্লেখ করে তিনি বলেন,“সমাজের দুর্বল ও অবহেলিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সরকারের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Image

”পরবর্তীতে তিনি নকলা পৌরসভা পরিদর্শন করেন এবং পৌর এলাকায় স্থাপিত অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা মনিটরিং ব্যবস্থার উদ্বোধন করেন। জেলা প্রশাসক বলেন,“এই মনিটরিং ব্যবস্থা শহরের নিরাপত্তা আরও শক্তিশালী করবে। অপরাধ দমন, ট্রাফিক ব্যবস্থাপনা ও সার্বিক নজরদারিতে এটি বড় ভূমিকা রাখবে।”

পরিদর্শন শেষে তিনি নকলা থানা ঘুরে দেখেন এবং থানার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। জনসেবায় পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল ও জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

দিনের শেষ পর্যায়ে তিনি টালকী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বচ্ছতা, জবাবদিহি ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম আরও জোরদার করার জন্য তিনি প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, নকলা এবং সহকারী কমিশনার (ভূমি), নকলা। জেলা প্রশাসকের এই সার্বিক পরিদর্শন ও নির্দেশনাকে স্থানীয় প্রশাসন ও জনসাধারণ ইতিবাচকভাবে দেখছেন। সংশ্লিষ্টদের মতে, এসব উদ্যোগ নকলায় সেবা, নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে।

Share icon