শেরপুরের শিল্পপতি জয়নাল আবেদীন পেলেন “কর বাহাদুর পরিবার স্বীকৃতি”ও মোঃ সাদুজ্জামান সাদী পেলেন জেলার শ্রেষ্ঠ আয় করদাতা পুরষ্কার

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বুধ, 08.11.2017 - 09:31 PM
Share icon
স্টাফ রিপোর্টার ।। বাংলাদেশ রাজস্ব বোর্ড (এনবিআর) কর অঞ্চল-ময়মনসিংহ’র আয়োজনে “জেলাভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী কর দাতাদের পুরষ্কার প্রদান নীতিমালা ২০০৮” অনুযায়ী পুরস্কারের জন্য মনোনীত আয় করদাতাদের এবং কর বাহাদুর পরিবার হিসেবে স্বীকৃতি প্রাপ্ত করদাতাদের সম্মাননা ও সনদ পত্র প্রদান ৮ নভেম্বর বুধবার সকাল ১০ টায় ময়মনসিংহ এ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ কর অঞ্চলের কর কমিশনার জি এম আবুল কালাম কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে কর বাহাদুর সম্মাননা ও শ্রেষ্ঠ আয় করদাতাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন, বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, এমপি। এসময় বিশেষ অতিথি ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি. এম. সালেহ উদ্দিন, সাবেক ভূমি মন্ত্রী মোঃ রেজাউল করিম হীরা এমপি, বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, পৌর মেয়র মোঃ ইকরামুল হক টিটু, ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী এর সভাপতি মোঃ আমিনুল হক শামীম, বিশিষ্ট করদাতা মোঃ মাহাবুর রেজা করিম ও বাংলাদেশ ট্যাক্স ল‘ইয়ার্স এসোসিয়েশন উপ-মহাসচিব এ্যাডভোকেট সাদিক হোসেন।   এসময় আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সারাদেশে করদাতা বৃদ্ধি ও কর বান্ধব পরিবেশ সৃষ্টির পাশাপাশি করদাতাদের উৎসাহ দিতে নানা মুখী প্রদক্ষেপ নিয়েছে। এছাড়াও প্রতি বছর আয়কর দাতাদের ট্যাক্স কার্ড দেয়া হচ্ছে। চলতি বছর আয়কর দাতাদের আরো বেশি উৎসাহ দিতে মাননীয় অর্থ মন্ত্রীর ঘোষণা অনুযায়ী আজকের এ অনুষ্ঠানে কর বাহাদুর পরিবার সম্মাননা দেয়া হচ্ছে বিশিষ্ট শিল্পপতি ও শিল্প উদ্যোক্তাদের হাতে।   আলোচনা শেষে করবাহাদুর পরিবার ও শ্রেষ্ঠ আয় করদাতাদের মাঝে প্রধান অতিথি বেগম রওশন এরশাদ এমপি সম্মাননা ও পুরষ্কার হাতে তুলেদেন। এসময় ময়মনসিংহ বিভাগের অন্যান্য জেলার কর বাহাদুর পরিবার ও শ্রেষ্ঠ আয় করদাতা গণসহ শেরপুর জেলার মধ্যে একমাত্র কর বাহাদুর পরিবার হিসেবে স্বীকৃতি ও সম্মাননা গ্রহণ করেন জে এন্ড এস গ্রপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও শিল্প উদ্যোক্তা আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন ও তার ছেলে জে এন্ড এস গ্রপের ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্পপতি মোঃ সাদুজ্জামান সাদীকে শ্রেষ্ঠ আয় করদাতা হিসেবে পুরষ্কৃত করা হয়।   পরে তারা প্রধান অতিথি বেগম রওশন এরশাদ এর কাছ থেকে এসব সনদ পত্র ও ক্রেষ্ট গ্রহণ করেন। মোঃ সাদুজ্জামান সাদী বিগত ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালের পর পর ৫ম বার শেরপুর জেলার শ্রেষ্ঠ আয় করদাতার হিসেবে সনদ পেলেন। জে এন্ড এস গ্রপের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীনকে বাংলাদেশ রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক কর বাহাদুর পরিবার স্বীকৃতি দেয়া এবং ছেলে ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাদুজ্জামান সাদী বার বার শ্রেষ্ঠ আয় করদাতা সম্মাননা বয়ে আনায় শেরপুর জেলার ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের মাঝে এক মাইল ফলক হয়ে থাকবে। এজন্য এই করবাহাদুর পরিবার শেরপুর বাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে এবং সেই সাথে সকলের সহযোগিতা কামনা করেছেন।
 
Share icon